ডেস্ক রিপোর্ট ঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ধর্ষণের এক আসামিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। তবে পুলিশ বলছে, আসামিকে ধরতে গেলে সে পালিয়ে যায়।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের কাশেমখালী সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্ষণ মামলার আসামি মোহাম্মদ জিসানকে গ্রেপ্তারের জন্য মাতামুহুরী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ উদ্দিনের নেতৃত্বে সিকদারপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে জিসান ধরা পড়ার পর তার অনুসারীরা পুলিশের ওপর হামলা করে তাকে তুলে নিয়ে যায়।
অভিযানে শেখ উদ্দিনের সঙ্গে থাকা উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন হামলায় আহত হন। এএসআই নাসিরউদ্দিন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে মাতামুহুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আসামিকে কেউ অপহরণ করেনি। আসামীকে ধরতে গেলে সে পালিয়ে যায়।