মোহাম্মদ হাসান, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ৩নং ওয়ার্ডের রাস্তার পাড়া এলাকার সাদ্দাম হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন (২)। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে খুরুশকুল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বৃষ্টির সময় বাড়ির লোকজনের সবার অজান্তে পাশে পাড়ে থাকা আর্থিংয়ের ক্যাবলের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাজ্জাদকে মৃত্যু ঘোষণা করে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন (১৩ জুলাই) নামাযের জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।