ওয়ানডে সিরিজ হারার পর কিছুটা ব্যাকফুটে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাসী টাইগাররা

ওয়ানডে সিরিজ হারার পর কিছুটা ব্যাকফুটে থাকলেও টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী টাইগাররা

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ওয়ানডে সিরিজে হতাশাজনক হারের পর বাংলাদেশ এখন টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে। ওয়ানডে সিরিজ হারার পর কিছুটা ব্যাকফুটে রয়েছে টিম টাইগাররা। তবে প্রথম দুই ম্যাচের বাজে পারফরম্যান্সকে পেছনে ফেলে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ উইকেটের জয় শুধুমাত্র হোয়াইটওয়াশ এড়াতেই সাহায্য করেনি বরং টি-টোয়েন্টি সিরিজের আগে আত্মবিশ্বাসী করেছে টাইগারদের।

সংক্ষিপ্ত সংস্করণে, আফগানিস্তান নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা দল। পরিসংখ্যানগতভাবে এই ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রয়েছে আফগানিস্তান। যেখানে নয়টি ম্যাচের মধ্যে আফগানরা জিতেছে ৬ বার এবং বাংলাদেশ ৩ বার। সবকটিতেই সহজেই জিতেছে আফগানিস্তান। অন্যদিকে জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে বাংলাদেশকে। টি-টোয়েন্টি পরিসংখ্যানেও আফগানরা ফেভারিট হলেও এটা মানতে চান না টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে সিরিজ জয়ই তার একমাত্র লক্ষ্য।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নিজের ভাবনা ব্যক্ত করেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব।

পরিসংখ্যান বা ফেভারিট তত্ত্ব নিয়ে মাথা ঘামাতে চান না সাকিব। তিনি বলেন, ‘আপনি যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, আমরা দুই ম্যাচই জিততে চাই।’

প্রতিপক্ষ কেমন তা নিয়ে চিন্তা না করে নিজের কাজটা ঠিকঠাক করতে চান জানিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি আমরা যখন অন্য দল নিয়ে কম চিন্তা করি তখন দল হিসেবে ভালো খেলি।’

টি-টোয়েন্টিতে যে কোনো কিছু হতে পারে জানিয়ে সাকিব বলেন, ‘প্রতিটি সিরিজই চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যালেঞ্জটা বেশি। কারণ সব দলের সমান সুযোগ রয়েছে। আমি মনে করি না টি-টোয়েন্টিতে ছোট দল বা বড় দল বলে কিছু আছে। যেকোনো দলই যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। সেই চ্যালেঞ্জই আমরা উপভোগ করি। আমরা ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ হেরেছি।’

সাকিব আল হাসানের নেতৃত্বে এই ফরম্যাটে ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে ২-১ ব্যবধানে হেরে দলকে নেতৃত্ব দেন লিটন দাস। লিটন আশা করছেন, শেষ ওয়ানডেতে জয় আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস জোগাবে।

আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেটে দুই ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *