বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক: ঐতিহ্যবাহী সাকরাইন ও পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ঘুড়ি উড়ানোর আসরে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক । শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ পুরান ঢাকার বকশি বাজারে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের এই প্রতীকী ঘুড়ি উড়ানোর আসরের আয়োজন করে। এসময় বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুসসালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, অতিরিক্ত আইজিপি (পিবিআই) বনজ কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও ঢাকাবাসী সংগঠনের যৌথ উদ্যোগে পুরান ঢাকার বকশি বাজারে ‘হৃদয়ের ঢাকা আমাদের ঢাকা’ স্লোগানে ঐতিহ্যবাহী এ সাকরাইন ও ঘুড়ি ওড়ানো উৎসব আয়োজন করা হয়।সাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তি উৎসব, ঘুড়ি উৎসব নামেও এটি পরিচিত। পৌষ ও মাঘ মাসের সন্ধিক্ষণে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, গোয়ালনগর, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গেণ্ডারিয়া, লালবাগ ও এর আশপাশের এলাকাগুলোতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে ছোট, বড় সকলেই মেতে উঠে এ উৎসবে।
