নিজস্ব প্রতিনিধি:
পুঁজিবাজারে ক্ষুদ্র পুঁজি কোম্পানির প্লাটফর্ম এসএমই মার্কেটে লেনদেনের জন্য যোগ্য বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের পরিমাণ নির্ধারণের বিএসইসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। গত সোমবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এই নির্দেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে। গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত বিএসইসির ৮৩৩তম কমিশন সভায় এসএমই বাজারে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ২০ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ করার সিদ্ধান্ত হয়। পরে গত বছরের ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করে নিয়ন্ত্রক সংস্থা। তবে গত বছরের ১৩ নভেম্বর বিএসইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন রাজধানীর দিলকুশার এক বাসিন্দা। রাজু হাসানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল রিট করেন। ওই রিটের শুনানি শেষে হাইকোর্ট ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা তিন মাসের জন্য স্থগিত করেন। এ আদেশের বিরুদ্ধে বিএসইসির পক্ষ থেকে আপিল করা হয়। আপিলের সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে বিএসইসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।
বর্তমানে বেঙ্গল বিস্কুট, ওয়ান্ডারল্যান্ড টয়স, এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস, মাস্টারফিড এগ্রোটেক, ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, হিমাদ্রি লিমিটেড সহ ১৭টি কোম্পানি এসএমই বাজারে তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বেঙ্গল বিস্কুট, ওয়ান্ডারল্যান্ড টয়স, অ্যাপেক্স উইভিং, হিমাদ্রি লিমিটেড এবং ইউসুফ ফ্লাওয়ার মিলস ওভার দ্য কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। বাকি ১২টি কোম্পানি নতুনভাবে যোগ্য বিনিয়োগকারী অফার (কিউআইও)-এর মাধ্যমে বাজারে তালিকাভুক্ত হয়েছে।