নিজস্ব প্রতিনিধি:
আগামী ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। এশিয়া কাপের দলে থাকবেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এমন গুঞ্জন আগে থেকেই ছিল। অবশেষে গুঞ্জন সত্যিও হলো।
এশিয়া কাপের ১৭ সদস্যের দলে জায়গা হয়নি রিয়াদের। আজ (শনিবার) মিরপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেখানে রিয়াদের বাদ পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়ে আসছে শুরুর দিকে। তারপর অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল। সেই চিন্তা-ভাবনা থেকেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’
প্রধান নির্বাচক আরও বলেন, ‘ম্যানেজমেন্টের পরিকল্পনাকে আমরা অবশ্যই ভালো মনে করছি। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম পরিচালনার বিষয়ে। এ নিয়ে আমাদের অধিনায়কের (সাকিব আল হাসান) সঙ্গেও আলোচনা হয়েছে।’
রিয়াদ বিশ্বকাপ নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘বিশ্বকাপের দল এখন নয়, আপাতত এশিয়া কাপ। বিশ্বকাপ দল সম্পর্কেও জানানো হবে। এখন আলোচনা এশিয়া কাপ নিয়ে। যার ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট আমাদের পরিকল্পনা দিয়েছে, অতিরিক্ত স্পিনার বা পেসারদের নিয়ে খেলার মতো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে মাহমুদুল্লাহ’র এশিয়া কাপে দলে না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আলোচনায় আসেন মুসফিকুর রহমানের স্ত্রী ও রিয়াদের স্ত্রীর ছোট বোন জান্নাতুল কেফায়াত মন্ডি। মাহমুদুল্লাহ’র দল থেকে বাদ পড়াকে অবিচার বলছেন তিনি।
মাহমুদুল্লাহকে স্কোয়াডে না রাখাকে অন্যায় ইঙ্গিত করে মন্ডি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অবিচার করা এখন একটা নতুন ট্রেন্ড।’