নিজস্ব প্রতিনিধি:
আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামির জার্সিতে ৮টি ম্যাচ খেলার পর লিওনেল মেসি তার মেজর লিগ সকার (এমএলএস) অভিষেক করেন। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে অভিষেক ম্যাচে গোল করেন। অভিষেক ম্যাচেই নিয়ম ভাঙার দায়ে শাস্তি পেতে পারেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার।
৪১ দিনের দীর্ঘ বিরতির পর, ইন্টার মিয়ামি মেজর লীগ সকারে প্রবেশ করেছে। মেসিকে শুরুর একাদশে রাখেননি কোচ মার্টিনো। প্রথমার্ধে আর্জেন্টাইন তারকাকে ছাড়াই ১-০ গোলে এগিয়ে ছিল মিয়ামি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে প্রথম এমএলএস উপস্থিত হন মেসি। আর সেই আনন্দ আরও বেড়ে গেল ম্যাচের শেষ বাঁশির আগে। লিগে এলএমটেনের প্রথম গোল। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের তলানি থেকে এক ধাপ উপরে উঠে গেছে ইন্টার মিয়ামি।
এমএলএসে জয় দিয়ে নিজের অভিষেক রাঙালেও ম্যাচ শেষে বিপত্তি বাধে। এমএলএসের নিয়ম অনুযায়ী, ম্যাচের পর অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের সাক্ষাৎকার নিতে হবে। কিন্তু নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেননি মেসি।
ইন্টার মিয়ামির মুখপাত্র মলি ড্রেসকা ম্যাচের পর বলেছেন, মেসি মিডিয়ার মুখোমুখি হবেন না। মূলত, ম্যাচের পর মিডিয়ার মুখোমুখি না হয়ে এমএলএসের নিয়ম ভেঙেছেন মেসি। যার কারণে শাস্তির মুখে পড়তে পারেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি লিগ কর্তৃপক্ষ।