এবার সংসদেও দেখানো হবে ‘গদর ২’!

এবার সংসদেও দেখানো হবে ‘গদর ২’!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:

‘গদর ২’-এর সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন আরেকটি পালক। ১২ দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছুঁয়ে ইতিমধ্যেই নজির গড়েছে এই ছবি। এবার লোকসভায় দেখানো হবে গুরদাসপুরের বিজেপি সাংসদ সানি দেওলের ছবি ‘গদর ২’। সানি-সহ বেশ কিছু সাংসদের অনুরোধেই নাকি দেখানো হচ্ছে এই ছবি। ২৫-২৭ আগস্ট এই ৩ দিন নতুন সংসদ ভবনে দেখানো হবে সানির ছবি।

‘গদর ২’-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করছেন নির্মাতার। এই প্রথম নতুন সংসদ ভবনে কোনও ছবি দেখানো হচ্ছে। মোট ৫টি শোয়ের আয়োজন করা হয়েছে। নতুন সংসদ ভবনের বালযোগী অডিটোরিয়ামে দেখানো হবে এই ছবি। নির্মাতারা মনে করছেন ‘গদর ২’-এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

‘গদর-এক প্রেম কথা’ তৈরি হয়েছিল ২২ বছর আগে। এত বছর পর আবারও সানি ও আমিশা প্যাটেলের জুটিতে মুগ্ধ দর্শক। বিশ্বব্যাপী এই সিনেমার ব্যবসা ৫০০ কোটি ছাড়িয়েছে।

সদ্য সানি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, প্রত্যেকদিন যখন নতুন নতুন রেকর্ড গড়ছে ‘গদর ২’, সেই সাফল্যে প্রায় একইসঙ্গে একদিন হাসছিলেন ও কাঁদছিলেন তিনি। সেটা দেখে বাবা ধর্মেন্দ্র নাকি ভেবেছিলেন, নিশ্চয়ই নেশা করেছেন তিনি। পরে সানি বাবাকে বলেন, নেশা নয়, ছবির সাফল্যের আবেগ সামলাতে পারছিলেন না তিনি।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়িতে এই সিনেমাটি প্রদর্শিত হয়। সিনেমার সব অভিনেতাদের সঙ্গে বসে সিনেমাটি দেখেছেন যোগী। একসঙ্গে ছবিও তোলেন তারা।

সেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক অনিল শর্মার ছেলে এবং অভিনেতা উৎকর্ষ শর্মা এবং অভিনেত্রী সিমরত কৌরও। যদিও সেদিন অনুপস্থিত ছিলেন সানি-আমিশা।

প্রসঙ্গত, ২২ বছর আগে, ‘গদর’-ও সাফল্য পেয়েছিল বক্সঅফিসে। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ছুঁয়ে গিয়েছিল দর্শকদের আত্মা। সেই সময়ে বক্সঅফিসে রীতিমতো রেকর্ড করেছিল এই ছবি। আর ২২ বছর পরে বড়পর্দায় ফিরে এই ছবি যেন প্রমাণ করে দিল সানি দেওল ও আমিশা পটেল জুটির ম্যাজিক একটুও কমেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *