নিজস্ব প্রতিনিধি:
এবার টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় ইনস্টাগ্রাম। মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম এবার আসছে টেক্সট-ভিত্তিক অ্যাপ নিয়ে। তার মানে শুধু ছবি বা ভিডিও পোস্ট করার দিন শেষ। তবে নতুন এই অ্যাপ সম্পর্কে এখনও সম্পূর্ণ তথ্য দেয়নি সংস্থাটি।
জানা গেছে, ইনস্টাগ্রামের টেক্সট ভিত্তিক অ্যাপ শিগগিরই চালু হবে। সেখানে ৫০০ শব্দ লেখা যাবে। যেখানে টুইটারে ২৮০ শব্দ লেখা যায়। তবে মেটা এখনও এই অ্যাপ সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেনি। এই অ্যাপের সমস্ত কাজ সম্পূর্ণ গোপনীয়তার সাথে চলছে। এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন নির্মাতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কারণ, প্রথমত, শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানুষই পরীক্ষামূলক ভিত্তিতে এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এই নতুন অ্যাপে লগ ইন করতে পারবেন। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম ফলোয়ার, ইউজার নাম, বায়ো- সবই স্থানান্তর করা যাবে।
প্রসঙ্গত, ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে অ্যাপটিতে ব্যবহারকারীর সংখ্যা কমে গেছে। ব্যবহারকারীরা পোস্টিং কমিয়ে দিয়েছেন। এর একটি বড় কারণ হল টুইটার সম্পর্কে ইলন মাস্কের একাধিক সিদ্ধান্ত। এই পরিস্থিতিতে ফেসবুক-ইন্সটাগ্রামের এই নতুন অ্যাপ টুইটারকে আদৌ হার মানাতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।