ডেস্ক রিপোর্ট ঃ
‘ব্ল্যাক ওয়ার’ চলচ্চিত্র, পরিচালক এবং প্রযোজক সানি সানোয়ার বলেছেন যে বহুল আলোচিত চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তির সাথে শুরু হবে।
এদিকে ছবিটির অস্ট্রেলিয়ায় মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশক বঙ্গজ ফিল্মস অস্ট্রেলিয়া।
সানি সানোয়ার জানান, বিশ্বব্যাপী ‘ব্ল্যাক ওয়ার’ মুক্তির প্রক্রিয়া শুরু হবে। অস্ট্রেলিয়া আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ (মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম)। আমি আশা করি ছবিটি সেখানে বসবাসরত বাঙালিদের মন জয় করবে।
অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান এবং সাদিয়া নাবিলার দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ান দর্শকদের বাড়তি উৎসাহ দিয়েছে। পুলিশ অ্যাকশন থ্রিলারে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’-এর দুটি পর্বই সানি সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
মাইম মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম প্রমুখ।