এক বছরে সীমান্তে সাড়ে চার মণ সোনা আটক

অপরাধ

ডেস্ক রিপোর্ট ঃ

১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা এবং খুলনার অধিভুক্ত সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় বিজিবি বিপুল পরিমাণ সোনা আটক করে। এসময় ১৮৫ কেজি (সাড়ে চার মণ) স্বর্ণ জব্দ করা হয়। এর বাজার মূল্য ১৫০ কোটি টাকা। এর মধ্যে কয়েকটি চালানও জব্দ করেছে যশোর জেলা পুলিশ।

চোরাচালানকারীদের গ্রেফতার ও স্বর্ণ উদ্ধারে সাফল্যের প্রথম তালিকায় যশোর ৪৯ বিজিবি, দ্বিতীয় স্থানে রয়েছে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন এবং তৃতীয় স্থানে রয়েছে যশোর জেলা পুলিশ।

যশোর বিজিবি ব্যাটালিয়ন ৪৯ স্বর্ণ ও স্বর্ণ বুলিয়ন আটকের তালিকায় শীর্ষে রয়েছে। এই ব্যাটালিয়নের বর্ডার থেকে জব্দ করা সোনার পরিমাণ ৭৯ কেজি ৪৭৩ গ্রাম। এর বাজার মূল্য ৬৬ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা। সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিজিবি ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের সময় ৪২ কেজি ৪০৭ গ্রাম সোনা জব্দ করা হয়। এই সোনার বাজার মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৮২ হাজার ১৭৮ টাকা। ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪৫১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। এর বাজার মূল্য ৩ কোটি ৭৬ লাখ ৩৫ হাজার ৩১৯ টাকা। ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি ৩৮ কেজি ৪০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে। এর বাজার মূল্য ২৬ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৪০১ টাকা। এই সোনা পাচারের অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবি সব সময় কাজ করে যাচ্ছে। এরপর এসব মামলার তদন্তের ভার পড়ে পুলিশের হাতে। তদন্তকারী ইউনিট পর্দার আড়ালে চোরাচালান উদঘাটন করবে। তারপরও বিজিবি সতর্ক ও সজাগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *