মারুফ রায়হান, মাগুরা জেলা প্রতিনিধিঃ
আজ দুপুর ১টার সময় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বিজয় চত্বরে,সেমিকোলন কর্তৃক “এক পেট আহার অতঃপর হাসি” ( বিনামূল্যে খাদ্য প্রদান কর্মসূচী) কর্মসূচীর বর্ষপূর্তি উপলক্ষ্যে অসহায়, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সোহেল সবুজ নির্বাহী-পরিচালক, এক পেট আহার অতঃপর হাসি ও প্রতিষ্ঠাতা সেমিকোলন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক মাগুরা ও আজীবন উপদেষ্টা, এক পেট আহার অতঃপর হাসি।
আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন,‘এই সংগঠনের সাথে সারাজীবন থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো কাজের সাথে থাকার জন্য।’ তিনি বলে এখানে যারা কাজ করে সকলে ভালো মনের মানুষ । কিছু পাওয়ার আশায় কাজ করে না অসহায় ও দুস্থদের কে এক পেট খাবার দিয়ে হাসি টুকু প্রাপ্তি এটার জন্য কাজ করে যাচ্ছেন। সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।
আলোচনা শেষে জেলা প্রশাসক সকল অসহায় ও দুস্থদের মাঝে খাবার তুলেদেন এবং সকলের শারীরিক খোঁজ খবর নেন এবং সকলের শারীরিক সুস্বাস্থ কামনা করে শেষ করেন।
খাদ্য প্রদান কর্মসূচী পরিচালনা করেন এক পেট আহার অতঃপর হাসি এর সদস্য সনিয়া সুলতানা।
