এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

সরকারের পদত্যাগসহ নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রাজধানীর আবদুল্লাহপুর থেকে দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করছে বিএনপি। বিকাল ৪টায় যাত্রাবাড়ী মোড়ে মিছিলটি শেষ হওয়ার কথা রয়েছে।

১৯ জুলাই বুধবার সকাল ১১টা ৫ মিনিটে আবদুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই পদে যাত্রা শুরু হয়। রামপুরা ব্রিজ থেকে ঢাকা মহানগর দক্ষিণ পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা এই পদযাত্রায় অংশ নেবেন।

পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী মোড়ে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, বিএনপির ঘোষিত পদযাত্রায় অংশ নিতে সকাল থেকেই আব্দুল্লাহপুরে জড়ো হতে থাকেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা মিছিলে যোগ দেন। তারা ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে যোগ দেন। এ সময় তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. মঈন খান, আমান উল্লাহ আমান, আমিনুল হক প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে পদযাত্রাকে ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *