এক ডুবন্ত শহরে পরিণত হয়েছে কানাডার নোভা স্কটিয়া!

এক ডুবন্ত শহরে পরিণত হয়েছে কানাডার নোভা স্কটিয়া!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারি বর্ষণের কারনে কানাডার নোভা স্কটিয়া পরিণত হয়েছে এক ডুবন্ত শহরে। এই ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় এ পর্যন্ত দুই শিশুসহ চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির তথ্য অনুযায়ী রোববার (২৩ জুলাই) প্রদেশেটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আটলান্টিকের এই অঞ্চলে গত ৫০ বছরে এই প্রথম ভয়াবহ বন্যা হয়েছে। টানা বর্ষণে সৃষ্ট বন্যায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন মানবেতর জীবনযাপন করছে।

পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন মাসে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভয়ানক পরিস্থিতির কারণে নিখোঁজদের সন্ধান করতে নিষেধ করা হয়েছে।

নিখোঁজ চারজনের মধ্যে দুজন শিশু গাড়িতে ছিল। এ সময় গাড়িটি বন্যার পানিতে তলিয়ে যায়। গাড়ির আরো তিনজন যাত্রী বের হতে পারলেও দুই শিশু বের হয়ে আসতে পারেনি।

পুলিশ আরও জানিয়েছে যে একই এলাকায় গাড়িতে থাকা আরও একজন নিখোঁজ হয়েছে। তার গাড়ি বন্যার পানিতে তলিয়ে যায়। দুই উদ্ধারকর্মী তার গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এদিকে, বন্যার কারণে নোভা স্কটিয়ার রাস্তাগুলো ডুবে গেছে এবং ব্রিজগুলো দুর্বল হয়ে পড়েছে। এছাড়া কয়েকটি স্থানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন বলেছেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ, আমাদের সাতটি সেতু পুনর্নির্মাণ করতে হবে।”
তিনি আরও বলেন, বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী কয়েকদিন পানি কিছুটা কমতে পারে।

এই বন্যায় প্রায় ৮০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বন্যার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি স্থানীয় সরকারকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *