নিজস্ব প্রতিনিধি:
শোনা যাচ্ছে, আর্থিক সংকটে ভুগছেন সানি দেওল। অভিনেতার জুহুর বাড়িটি নিলামে তোলার কথা ছিল। ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, তার সিনেমাগুলো বক্স অফিসে ভালো ব্যবসা করছে। দিন দিন লাভের অংক বেড়েই চলেছে।
‘গদর ২’ যেন বক্স অফিসে দমকা হাওয়ার মতো। মাত্র ১৭ দিনে ৪৫০ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমাটি। শাহরুখ খান অভিনীত পাঠান এবং রাজামৌলি পরিচালিত বাহুবলী এত অল্প সময়ের মধ্যে ৪৫০ কোটি ছাড়িয়ে যাওয়ার নজির ছিল। সেই নজির ভাঙল সানির সিনেমা।
অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’ ক্রমাগত ৫০০ কোটির দিকে এগোচ্ছে। শনিবার, এটি ‘কেজিএফ ২’কে পিছনে ফেলে তৃতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমার শিরোনাম নিয়েছে। রবিবার ফের নতুন নজির গড়ল এই সিনেমাটি। সানির ‘গদর ২’ দ্রুততম ৪৫০ কোটি টাকা আয় করেছে। এর আগে পাঠান ১৮ দিনে এই সংখ্যায় পৌঁছেছিলেন।
‘বাহুবলী’ ২০ দিন পর ৪৫০ কোটি আয় করে। এদিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে সানির ছবি। এখন ছবিটির নির্মাতাদের নজর ৫০০ কোটি টাকা। যদিও পরিচালক নিশ্চিত, তাঁর ‘গদর ২’ ‘পাঠান’-এর নজির ভেঙে দেবে।