নিজস্ব প্রতিনিধি:
এশিয়া কাপের আগে দুঃসংবাদ পিছু ছাড়ছে না টাইগারদের। প্রথমে তামিম এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে এখন দলের সঙ্গে যেতে পারছেন না লিটন দাসও।
তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটে ওপেনিংয়ে দলের বড় ভরসা সহ-অধিনায়ক লিটন দাস। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।
তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, লিটন আজ সুস্থ হলে আগামীকালই কলম্বো যাবেন।’ মঙ্গলবার (২৯ আগস্ট) শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করবো ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।
লিটনের অনুপস্থিতি দলের ওপর বাড়তি চাপ তৈরি করেছে কি না জানতে চাইলে জালাল ইউনুস বলেন, অবশ্যই। ও আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি সমস্যা হবে না।
এশিয়া কাপ খেলতে গত রোববার দেশ ছাড়ে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।