ডেস্ক রিপোর্ট ঃ
দক্ষিণী সুপারস্টার থালাপথি বিজয় একের পর এক বড় চমক দিয়ে চলেছেন। সেই সঙ্গে বাড়ছে ভক্তদের উন্মাদনা। দক্ষিণী সিনেমার জগত ছাড়িয়ে তার জনপ্রিয়তার ঢেউ এখন বলিউডেও পৌঁছেছে।
আজ বুধবার ‘বারিসু’ সিনেমাটি প্রিমিয়ার হয়েছে। ভামসি পাইদিপল্লী পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন বিজয়-রশ্মিকা মান্দানা। প্রিমিয়ার উপলক্ষ্যে ছবির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা প্রচারণার কাজে অনেকটা সময় ব্যয় করেন। বিজয়কে এই সিনেমার জন্য মোটা অঙ্কের টাকা দেয়া হয়েছে। টাকার অঙ্ক শুনে অনেকের চোখ ছানাবড়া হয়ে যাবে।
‘বারিসু’ ছবির মোট বাজেট ২০০ কোটি রুপি। থালাপতি বিজয় চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮০ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি) আয় করেছেন। আর রশ্মিকা মান্দানা পারিশ্রমিক পেয়েছেন ৪ কোটি রুপি। প্রকাশ রাজ ও শরৎ কুমার নিয়েছেন যথাক্রমে ১ কোটি ৫০ লাখ ও ২ কোটি রুপি। ছবিতে আরও অভিনয় করেছেন কমেডিয়ান যোগী বাবু। তিনি ৩৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছেন।
বিজয়-রশ্মিকার ছবিটি পারিবারিক গল্পের ওপর ভিত্তি করে তৈরি। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। ছবিটি তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় মুক্তি পাবে। তামিল-হিন্দি সংস্করণ আজ প্রকাশিত হয়েছে। এটি তেলেগু ভাষায় ‘বারিসুধু’ শিরোনামে ১৪ জানুয়ারি মুক্তি পাবে। ছবিটি মুক্তির আগেই ১০০ কোটি রুপি আয় করেছে।