একজনকেই ব্যালন ডি’অর জয়ী ধরে নিয়েছেন মার্টিনেজ!

একজনকেই ব্যালন ডি’অর জয়ী ধরে নিয়েছেন মার্টিনেজ!

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

আগামী ৩০ অক্টোবর ঘোষণা করা হবে ২০২২-২৩ মৌসুমের ব্যালন ডি’অর জয়ীর নাম। তার আগে কর্তৃপক্ষ ছাড়া কারও জানার কথা নয়, কে জিতবে এবারের বর্ষসেরা পুরস্কার। তবে আর্জেন্টাইন গোলরক্ষকের দাবি, তিনি জানেন এবারের জয়ীর নাম!

৩০ জনের জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে মার্টিনেজও রয়েছেন। রয়েছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে চ্যাম্পিয়নস লিগসহ ট্রেবল জেতা আর্লিং হলান্ড। লিওনেল মেসি বাদেও ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রয়েছেন তার সতীর্থ হুলিয়ান আলভারেজ। মেসি শুধু বিশ্বকাপ জিতলেও আলভারেজের দখলে রয়েছে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ফলে খুব সহজেই এবারের বিজয়ীর নাম অনুমান করা যাচ্ছে না।

তবে এবারের ব্যালন ডি’অর কে জিতবে তার আগাম খবর দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা কে না জানে, আমরা জানি কে জিতবে ব্যালন ডি’অর। আমার সতীর্থ মেসি।’

৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক মার্টিনেজের নামও রয়েছে। ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রসঙ্গে মার্টিনেজ বলেন, ‘বিশ্বকাপ জেতার পর এটা আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছি। আমার অভিযান ওখানেই পরিপূর্ণ হয়ে গেছে।’

১৯৬৩ সালে প্রথম গোলরক্ষক হিসেবে বর্ষসেরার খেতাব জেতেন সোভিয়েত ইউনিয়নের ‘ব্ল্যাক স্পাইডার’খ্যাত লেভ ইয়াশিন। এরপর আর কোনো কিপার সম্মানজনক এই পুরস্কার জিততে পারেননি। ২০২৩ ব্যালন ডি’অরের মনোনীত ৩০ ফুটবলারের তালিকায় এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে কিপার হিসেবে রয়েছেন শুধু মরোক্কান ইয়াসিন বুনো। দ্বিতীয় গোলরক্ষক হিসেবে কি বর্ষসেরা হতে পারবেন এমি? মার্টিনেজ বলেন, ‘আমি সংক্ষিপ্ত ৩০ জনের তালিকাতে থাকতে পেরেই গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *