এই প্রথম এশিয়া থেকে মহিলা অভিনেত্রী হিসেবে অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

এই প্রথম এশিয়া থেকে মহিলা অভিনেত্রী হিসেবে অস্কারে ইতিহাস গড়লেন মিশেল

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
মিশেন ইয়ো ৯৫তম অস্কারে এশিয়া থেকে প্রথম মহিলা অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতেছেন। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে এই পুরস্কার জিতেছেন মিশেল।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের কর্মকর্তা টুইটারে বলেছেন যে মিশেল এশিয়ার প্রথম মহিলা যিনি সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়েছেন।

অস্কার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১২ মার্চ রাতে (বাংলাদেশ সময়, ১৩ মার্চ ভোর ৬টায়) এ বছরের ৯৫তম আসর অনুষ্ঠিত হয়। জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তারকারা।

পুরস্কার গ্রহণের পর মালয়েশিয়ার নাগরিক মিশেল ইয়ো বলেন- ‘’আমার মতো দেখতে সব ছোট ছেলে-মেয়েদের জন্য এটি উৎসর্গ করছি। এটি স্বপ্ন এবং সম্ভাবনার একটি বাতিঘর। স্বপ্ন সত্যি হয়েছে।’

পুরস্কার গ্রহণের সময় মিশেল তার ৮৪ বছর বয়সী মাকে ধন্যবাদ জানান। মালয়েশিয়ায় বসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখেছেন তার মা। এসব তথ্য উল্লেখ করে মিশেল ইয়ো বলেন, ‘পৃথিবীর সব মায়েরাই সুপারহিরো। তাদের ছাড়া, আজ রাতে আমরা কেউ এখানে থাকতে পারতাম না।’

‘এভরিথিং এভরিহোয়ার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মিশেল ইয়ো। সমালোচকদের বিচারেও তিনি এগিয়ে ছিলেন। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ‘টার’ সিনেমার কেট ব্লাচেট, আনা ডে আরমাস।

৬০ বছর বয়সী মিশেল প্রথম মালয়েশিয়ান অভিনেত্রী যিনি অস্কারের জন্য মনোনীত হয়েছেন। এবং তিনি শুরুতেই বাজিমাত করলেন। এর আগে মিশেল গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও জিতেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *