নিজস্ব প্রতিনিধি:
গত ১৯ বছরে প্রথমবারের মতো আসন্ন ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পুরুষদের এককে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন নাদাল। এমনকি আগামী বছর টেনিস ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে চোট পান নাদাল। সেই পুরনো চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। তাই ২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেকের পর প্রথমবারের মতো আসন্ন টুর্নামেন্টে খেলবেন না নাদাল।
তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিইনি, আমার শরীর সিদ্ধান্ত নিয়েছে। রোলা গারোতে খেলা অসম্ভব। আগামী বছর আমার শেষ বছর হবে, এটাই আমার কামনা। এখন খেলতে থাকলে সেটা সম্ভব হবে না।’
চোট কাটিয়ে উঠতে গত চার মাস ধরে ঘাম ঝরিয়েছেন নাদাল। তিনি বলেন, ‘গত চার মাসে আমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমি ইনজুরি থেকে সেরে ওঠার জন্য সবরকম চেষ্টা করেছি। কিন্তু রোলা গারোতে খেলা আমার পক্ষে অসম্ভব। কারণ অস্ট্রেলিয়ায় আমার যে সমস্যাগুলো ছিল তার সমাধান এখনো হয়নি। ’
তিনি আরও বলেন, ‘আমি এখনও আগের অবস্থায় আছি, তাই রোলা গারোতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত নই। আমি এমন লোক নই যে শুধু থাকার জন্য রোলা গারোতে থাকব এবং আমি এমন জায়গায় এভাবে থাকতে পছন্দ করি না।’
২০০৫ সালে ফ্রেঞ্চ ওপেনে অভিষেকে নাদাল শিরোপা জিতেছিলেন। এর পরে, নাদাল ১৩ বার ফ্রেঞ্চ ওপেনের মুকুট জিতেছিলেন। ‘ক্লে কোর্টের রাজা’ হিসেবে পরিচিত নাদাল ফ্রেঞ্চ ওপেনে ১১৫ ম্যাচের মধ্যে ১১২টি জিতেছেন।
সার্বিয়ার নোভাক জোকোভিচের সাথে যৌথভাবে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক নাদাল। তিনি ৭০টি এটিপি শিরোপাও জিতেছেন। ২০৯ সপ্তাহ ধরে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন নাদাল। এটিপি ইতিহাসে এটি ষষ্ঠ দীর্ঘতম।