উপস্থাপিকার সঙ্গে সম্পর্ক, পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী!

উপস্থাপিকার সঙ্গে সম্পর্ক, পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী!

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক:
বছর না ঘুরতেই চীনের রাজনীতি থেকে যেন এক উদীয়মান নক্ষত্র ঝরে পড়ছে। কিন গ্যাং হলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বলতে গেলে সরকারের প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন তিনি। মঙ্গলবার তাকে সরিয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র স্থলাভিষিক্ত হন। এতদিন তিনি চীনের শীর্ষ কূটনীতিক ছিলেন।

গত বছরের ডিসেম্বরে চীনের পররাষ্ট্রমন্ত্রী হন কিন গ্যাং। এক বছরের মধ্যে চাকরি হারানোর ঘটনা বিশ্বজুড়ে শোরগোল ফেলেছে। আরও গুরুত্বপূর্ণ, কিন গ্যাং কার্যত অদৃশ্য হয়ে গেছে। এক মাস ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

চীন সরকার কিন গ্যাংয়ের আকস্মিক নিখোঁজ হওয়া এবং পররাষ্ট্রমন্ত্রীর পদ হারানোর বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এর আগে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একবার বলেছিল, “শারীরিক কারণে” কিন গ্যাং জনসমক্ষে আসতে পারছেন না। আসলে কি তাই? তাহলে কেন তাঁকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো? তাহলে কি অন্যকিছু। এমন কী তাঁর অপরাধ, কেনইবা বর্ণাঢ্য পেশাজীবনের তুঙ্গে থাকা অবস্থায় এমন পরিণতি-এসব নিয়েই এখন চলছে গুঞ্জন। গুঞ্জন রয়েছে, এক নারী টিভি উপস্থাপকের সঙ্গে সম্পর্কের জেরে পদ খুইয়েছেন কিন গ্যাং।

সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়িয়ে পড়লেও এর অকাট্য প্রমাণ নেই। যে মহিলার কিন গ্যাং সম্পর্কের গুজব রয়েছে তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। এমন গুজবের পর তিনিও হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে গেছেন। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে।

সম্পর্ক ও নিরুদ্দেশ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চীনের বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, কিন গ্যাংয়ের এমন কর্মকাণ্ডকে কমিউনিস্ট পার্টিতে তাঁর প্রতিদ্বন্দ্বীরা গুরুতর নৈতিক অবক্ষয় হিসেবে উপস্থাপন করছেন। মওকা মতো তাঁরা কথিত নৈতিক অবক্ষয়ের ইস্যুটি ব্যবহার করেছেন। তাই কিন গ্যাংয়ের ওপর শাস্তির খড়্গ নেমে এসেছে।

বলা হয় যে কিন গ্যাং একজন মহিলা টিভি উপস্থাপকের সাথে সম্পর্ক করে কোনো আইন লঙ্ঘন করেনি। কিন্তু এ ধরনের কাজ রাজনীতিতে শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচিত হতে পারে। এছাড়াও, ৫৭ বছর বয়সী কিন গ্যাং স্বাস্থ্য সমস্যার কারণে জনসাধারণের চোখ থেকে আড়াল থাকতে পারে। এই কারণগুলির কোনটিই গ্রহণ করা যায় না, বা বরখাস্তও করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *