উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে: হাবিবুল বাশার

উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে: হাবিবুল বাশার

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
২০১৯ সালে আফগানিস্তানের সাথে ঘরের মাঠে একমাত্র টেস্ট খেলেছিল বাংলাদেশ। টাইগাররা সেই টেস্ট হেরেছিল ২২৪ রানের বিশাল ব্যবধানে। জুনে ঘরের মাঠে আবারও টেস্ট খেলবে বাংলাদেশ। আফগানিস্তান স্পিনে শক্তিশালী হওয়ায় উইকেট কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, উইকেট নিজেদের পছন্দ মতো তৈরি করা হবে।

বৃহস্পতিবার (২৫ মে) গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে। আমরা আসলে কী ধরনের উইকেট চাই, কী ধরনের উইকেটে আমরা খেলতে চাই, সেটা আমাদের ব্যাপার। অবশ্যই আমরা কোন খেলার আগে সেটা প্রকাশ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে সে সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সাকিব না থাকলে আমরা একজন খেলোয়াড়কে হারাবো। সাকিব-মুশফিক দুজন থাকলে বাড়তি সুবিধা পাই। হয় আমরা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা আরও একজন বোলার নিয়ে খেলতে পারি। শর্ত অনুযায়ী আমরা এটা করি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং ও বোলিং করে দলে আসতে পারেন। আমরা সাকিবের ব্যাটিং ও বোলিং মিস করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *