উইকেটের প্রশংসায় প্রশংসিত মাশরাফি

খেলাধুলা

ডেস্ক রিপোর্ট ঃ

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাশরাফির নেতৃত্বে চার ম্যাচের মধ্যে চারটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাঠে বিপিএলের নবম আসর শুরু হওয়ার আগেই শুরু হয় নানা বিতর্ক। তবে মাঠের ক্রিকেটের উন্নতি হচ্ছে বলে দাবি করেছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগের মৌসুমের তুলনায় মিরপুরের উইকেট বেশ ভালো। আর তাই মাঠের ক্রিকেট ভালো হচ্ছে বলে মনে করেন মাশরাফি। মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরদের বিপক্ষে জয়-পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, মাঠ ভালো থাকলে খেলা সহজ হয়ে যায়। চট্টগ্রামে গেলেই ভালো জমি পাওয়া যাবে। তিন দিন যে উইকেটটা দেখেছি সেটা ছিল দারুণ উইকেট। এমন উইকেট থাকলে আমরা কয়েকজন ক্রিকেটার তৈরি করতে পারি। এটা ভালো যে, সব সমালোচনা সত্ত্বেও মাঠে খেলা ভালো।

রেফারিদের বিতর্ক এড়াতে রেফারিদের সাহসী সিদ্ধান্ত নিতে হবে মন্তব্য করে তিনি আরও বলেন, দিন শেষে কিছু প্রশ্ন থেকে যায়। কিন্তু রেফ যদি তার মান বাড়াতে না পারে, সেটা তার ব্যাপার। বাইরে থেকে রেফারি আনা যেতে পারে। তবে আমি বলব আমাদের রেফারিদেরও সুযোগ দিতে হবে। তারা এখন থেকে কিছু শিখলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত হবে, এটাই স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্য কিছু নেই। আমি মনে করি যদি পিচে কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে রেফারিদেরও কিছু পদক্ষেপ নেওয়া উচিত যাতে আমরা বাইরে বা আন্তর্জাতিক ম্যাচে দেখে থাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *