ই-অরেঞ্জের সোহেল রানাকে ফিরিয়ে আনার পদক্ষেপ জানতে চায় আদালত

ই-অরেঞ্জের সোহেল রানাকে ফিরিয়ে আনার পদক্ষেপ জানতে চায় আদালত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি:
ই-অরেঞ্জের সাময়িক বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ফিরিয়ে আনতেসরকার কী কী পদক্ষেপ নিয়েছে তা জানাতে আদালতের নির্দেশ। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটিও উচ্চ আদালতকে জানাতে বলেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেন তিনি।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার (২১ মে)এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল কাইয়ুম লিটন।

এর আগে গত ২৯ জানুয়ারি ই-অরেঞ্জের মালিক বরখাস্ত পুলিশ কর্মকর্তা সোহেল রানাকে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে নির্দেশ দেন হাইকোর্ট। এ আদেশের পর রাষ্ট্রপক্ষ জানায়, সোহেল রানা ভারতের কারাগারে আটক রয়েছে। জামিন পেয়ে তিনি পালিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *