নিজস্ব প্রতিনিধি:
‘এই হত্যাকাণ্ড থামুক। শিশুরা খেলা করুক রোদেলা মাঠে, খেজুর গাছের নিচে। নিজের দেশে দেশছাড়া এই মানুষগুলো নিজেদের ঘরে ফিরুক। ওদের বাঁচানোর জন্য পৃথিবীর বড় বড় মানুষেরা কি এক হতে পারেন না? এটা কি খুব বড় প্রত্যাশা?’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ভীষণ ক্ষুব্ধ এই অভিনেত্রী। তাই এই বর্বরতা বন্ধ করতে তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
ক্যারিয়ারে ভালোই সময় পার করছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এর আগে ওপার বাংলায় দুটি করে হিট সিনেমা উপহার দিয়েছেন। এছাড়া আগামীকাল গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেবেন জয়া। এত কিছুর পরও ফিলিস্তিনের শিশুদের জন্য তার মন কাঁদে।
আজ (১৯ নভেম্বর) তিনি ফেসবুকে লিখেছেন, ‘ফিলিস্তিনের ছবি দেখছি অনলাইনে, খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়। বোমা ফেলা হচ্ছে নিরীহ মানুষজনের ওপর। আক্রমণ চলছে হাসপাতালেও। একটি ছবিতে দেখেছিলাম পরিবারের সবাই মারা পড়েছেন, আর সবার লাশের সামনে বসে আছেন বেঁচে যাওয়া একজন মাত্র মানুষ।’
তিনি আরও লিখেছেন, ‘এসব দেখেশুনে মনটা ভেঙে যায়। আবার মনটাকে সরিয়ে কাজে নেমে পড়ি। নতুন মুক্তি পাওয়া ছবির প্রচারে যাচ্ছি, যোগ দিচ্ছি পুরস্কারের অনুষ্ঠানে, গোয়া চলচ্চিত্র উৎসবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য মনে অপরাধ–অপরাধও লাগে। আমার বা আমাদের জীবন তো চলছে, কিন্তু ওদের জীবন তো প্রতিটা মুহূর্তে মৃত্যুর মুখোমুখি। তাদের অসহায়তা দেখে গলাটা বুঁজে আসে।’
আজ গোয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জয়া আহসান। এই উৎসবে জয়ার পাঁচটি ছবি অংশ নিয়েছে, যেটি ২০ নভেম্বর উদ্বোধন করা হবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলা এই উৎসবে প্রিমিয়ার হচ্ছে জয়ার প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ এবং প্রথম ইরানি ছবি ‘ফেরেশতে’। এর বাইরে বিভিন্ন বিভাগে লড়াই করবে জয়া অভিনীত টলিউডি সিনেমা কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ আর সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’।