ইরানের ধর্মীয় নেতার অভিযোগ-“ইউক্রেন যুদ্ধের অবসান চায় না যুক্তরাষ্ট্র”

ইরানের ধর্মীয় নেতার অভিযোগ-“ইউক্রেন যুদ্ধের অবসান চায় না যুক্তরাষ্ট্র”

আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি:

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধের অবসান চায় না। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতি পশ্চিমা জোট তৈরি করেছে।

মঙ্গলবার (২১ মার্চ) মাশহাদে এক ভাষণে তিনি আরও বলেন, ‘আসলে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ন্যাটোকে পূর্বে সম্প্রসারণের জন্য এই যুদ্ধের ভিত্তি তৈরি করে।’

খামেনি বলেন, ইউক্রেনের যুদ্ধে এখন সবচেয়ে বেশি লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ইউক্রেনের দরিদ্র মানুষ সমস্যায় পড়েছে। কিন্তু মার্কিন অস্ত্র নির্মাতারা সুবিধা নিচ্ছে। তাই তারা যুদ্ধ শেষ করার পথে নেই।

সর্বোচ্চ নেতা তেহরানের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, যুদ্ধে তাদের কোনো অংশগ্রহণ নেই। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমর্থনে ড্রোন দেওয়ার কথাও অস্বীকার করেন তিনি।

খামেনি গত জুলাইয়ে তেহরান সফরের সময় ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট উদ্যোগ না নিলে ন্যাটো যুদ্ধ শুরু করত।

মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে গিয়ে ইরানের নেতা এসব কথা বলেন। শি জিনপিং বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দিয়েছেন।

এছাড়াও শি এবং পুতিনের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনার সময়, ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে চীনকে সতর্ক করেছিলেন।
চীনের শান্তি পরিকল্পনা প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতির আহ্বান “অগ্রহণযোগ্য”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *