ইন্টারন্যাশনাল ডেস্ক ঃ
ইরাকের বাসরায় এক স্টেডিয়ামে পদদলিতের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
এরাবিয়ান গালফ কাপের ফাইনালের আগে এই দুর্ঘটনা ঘটলো। ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দুইজন নিহত হয়েছেন এবং কমপক্ষে ৮০ জন আঘাতগ্রস্থ হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আট জাতির ওই আসরের ফাইনাল হওয়ার কথা ছিল ইরাক এবং ওমানের মধ্যে। কিন্তু ম্যাচের পূর্বেই হাজার হাজার দর্শক টিকেট ছাড়াই স্টেডিয়ামের বাইরে সমবেত হয়েছিল। ইরাকে আন্তর্জাতিক ম্যাচ ব্যবস্থা প্রায় বিরল ঘটনা। এই কারণে দর্শকদের মধ্যে ম্যাচটি নিয়ে বিপুল আগ্রহ ছিল।