ডেস্ক রিপোর্ট ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থিক কারণে ইভিএম কেনার প্রকল্প বাতিল করা হয়নি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আর্থিক কারণে ইভিএম কেনার প্রকল্প বাতিল করা হয়নি। এই সময়ে ইভিএম অগ্রাধিকার নয়। এখন দরকার নেই, সরকার এ ধরনের খাতে ব্যয়ে সতর্ক হচ্ছে। এখন প্রধানত মানুষের খাদ্য, চিকিৎসা ও সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
ডিসিদের প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের মধ্যে পরিবর্তন দেখেছি। আমার বাবাও ক্ষমতায় ছিলেন, দেখেছি। তিনি যখন বিরোধী দলে ছিলেন তখনও তাকে দেখেছি। আমার আসার পর কর্মকর্তাদের মধ্যে জনমুখী মনোভাব ও মানুষের সেবা করার আন্তরিকতা তৈরি হয়েছে। এটা প্রশংসনীয়। আমরা জনগণের প্রতিনিধি, আমরা নির্দিষ্ট সময়ের জন্য আসি।
জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় সবকিছু হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকে আমরা যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাদের সব সুযোগ-সুবিধা আছে, আপনারাও সরকারি আমলা হিসেবে যে সুযোগ-সুবিধা পান এটাই হলো জনগণের অবদান। কারণ সবকিছুই হয় জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রতিটি মানুষকে শহরের সব সুযোগ-সুবিধা দিতে চাই। এতে শহরের প্রতি ঝোঁক কমবে, শহরে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।