ডেস্ক রিপোর্ট ঃ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা নিয়মের মধ্যেই ইভিএমের কথা বলছি। নির্বাচন কমিশনের সকল প্রয়োজনীয়তা আইনের আলোকে বিচার করা হবে। খুব শীঘ্রই ইভিএম কেনার প্রকল্প অনুমোদন পাবে। আমরা শীঘ্রই এটি করার চেষ্টা করব।
মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে সুইস রাষ্ট্রদূত নাটালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
নির্বাচন কমিশন দুই লাখ ইভিএম কেনার জন্য ৮,৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে বলে জানা গেছে। তবে প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি। পরিকল্পনা মন্ত্রণালয় বর্তমানে প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করছে।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, জাতীয় নির্বাচনে কয়টি আসনে ইভিএমে ভোট হবে। এটা বাজেটের উপর নির্ভর করবে। তবে জানুয়ারিতে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন যত ইভিএম আছে। সেই সঙ্গে ৭০টি আসনে ভোট হতে পারে। বাকিটা নির্ভর করবে আপনি কত বাজেট পাবেন তার উপর। জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পাওয়া গেলে ইভিএমে ১৫০টি আসনে ভোট হবে। কিন্তু ফেব্রুয়ারিতে বাজেট পেলে তা সম্ভব হবে না।
পরিকল্পনামন্ত্রীর কাছে ইসি আলমগীরের এই বক্তব্য রিপোর্ট করার পর ১৫ জানুয়ারির আগে ইভিএম প্রকল্প অনুমোদন পাবে কিনা জানতে চান সাংবাদিকরা। জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা তাদের (নির্বাচন কমিশনের) অবস্থান জানি না। কিন্তু আমরা খবরের কাগজে পড়ি যে ইভিএম কেনার স্কিম ১৫ জানুয়ারির আগে অনুমোদন করতে হবে।