মোঃ শাকিল হোসেন,ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে ইভটিজিং এর প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু আহমেদের উপর হামলাকারি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শুকুর আলী, শামীমসহ সবাইকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ড ধামরাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন, দেশে এমন পরিস্থিতি হয়েছে নেশাখোর, বখাটে ছেলেদের কারনে রাস্তা ঘাটে আমাদের মা বোনেরা চলতে পারে না। ঘরের বাহিরে বের হলে ইভটিজিং এর শিকার হতে হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু ইভটিজিং এর প্রতিবাদ করায় তার উপর হামলা হয়েছে। এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান স্বপন, সাবেক সভাপতি মোঃ বাবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংবাদিক আজহারুল ইসলাম রাজু, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব, ধামরাই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র লীগের সভাপতি সাইদুর রহমান পিয়াস ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শুভ, রাজুর পিতা আব্দুল গফুরসহ ছাত্র লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মেয়েদের উত্ত্যক্ত প্রতিবাদ করায় রাজু (২০) নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর বর্বরোচিত হামলা করেছে এলাকার উত্ত্যক্তকারি চিহ্নিত মাদক কারবারিরা।ওই ছাত্রকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ধামরাই সরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এঘটনায় সোমবার সকালে ওই ছাত্রের বড় ভাই সাংবাদিক বাবুল হোসেন বাদি হয়ে ধামরাই থানায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের শামীম ও শুকুর আলীসহ কয়েকজন বখাটে ঈদের দিন বিকেলে কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে। এ সময় দেবেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনার্সের ২য় বর্ষের ছাত্র রাজু আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী ওই বখাটেদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন। ঈদের পরদিন গত রোববার বিকেল ৫ টার দিকে রাজু শাসন গ্রাম এলাকায় রাস্তায় বসে আড্ডা দিচ্ছিলো। এসময় শামীম ও শুকুর আলী নেতৃত্বে ফারুক, জুয়েল, রাসেল, সেলিম, শাকিল, রায়হানসহ ৭/১০ জন রাজুর
ওপর হামলা করে। হামলাকারিরা রাজুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
