ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এখন ঢাকায়

জাতীয়

 

নিজস্ব প্রতিনিধি:
ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

আগামীকাল শুক্রবার (১২ মে) ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশনের আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলনের ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরিশাসের রাষ্ট্রপতি, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রী/মন্ত্রী/প্রতিমন্ত্রী/উচ্চ পর্যায়ের প্রতিনিধি সহ ১৫০ টিরও বেশি প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। এছাড়া ডি-৮, সার্ক ও বিমসটেকের মহাসচিবসহ অন্যান্য প্রতিনিধিরা অংশ নেবেন।

এদিকে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *