ইতালির পাদোবায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি’র নির্বাচন অনুষ্ঠিত

ইতালির পাদোবায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি’র নির্বাচন অনুষ্ঠিত

আন্তর্জাতিক

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির পাদোবায় বাংলাদেশী এসোসিয়েশন এবিপি এর নির্বাচনে বাংলাদেশ প্যানেল এর স্বপন সাখাওয়াত পরিষদ ও বাংলাদেশ ঐক্যজোট তুহিন শাহিন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ ১৩ বছর পরে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। পাদোবায় স্থানীয় একটি হল রুমে ৩রা জুন শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাদোবা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটা সফটওয়্যার তৈরি করেছেন নির্বাচন স্বচ্ছ করার জন্য। এ নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটারের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২১৮৩ টি। এর মধ্যে পুরুষ ভোটার ১৭০৪ টি এবং নারী ভোটার ৪৭৯ টি।

এবিপি নির্বাচনে বাংলাদেশ প্যানেল স্বপন শাখাওয়াত পরিষদ ৪৮৭ ভোট পেয়ে জয় লাভ করেন।

নির্বাচনের জয়ী বাংলাদেশ প্যানেলের সভাপতি শফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়াতে নির্বাচন কমিশনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *