ইতালির আনকোনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী বাংলাদেশী

ইতালির আনকোনা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী বাংলাদেশী

আন্তর্জাতিক

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির বন্দরনগরী আনকোনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিত হবে। নির্বাচনে এই প্রথম স্থানীয় ভাবে ইতালির নামকরা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে সিটি কাউন্সিলর হিসেবে প্রবাসী বাংলাদেশী উম্মে সালসাবিল জাহান নামে একজন তরুণী অংশগ্রহণ করছেন। উনার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সুনাম আরো বৃদ্ধি পাবে এমনটাই প্রত্যাশা স্থানীয় প্রবাসীদের।

প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের বাংলাদেশি উম্মে সালসাবিল জাহান তাসিনা প্রথমবারের মতো ইতালির রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সিটি কাউন্সিলর হিসেবে লড়ছেন। তার প্রার্থীতা ঘোষণার পর থেকে আনকোণা শহরে প্রবাসী বাংলাদেশিদের মধ্য অনেকটা দেশীয় নির্বাচনী হওয়া বিরাজ করছে।

জানা গেছে, ফেনী সদর উপজেলার মোহাম্মদ দুলালের বড় মেয়ে উম্মে সালসাবিল জাহান তাসিনা। তিনি মাত্র ৮ মাস বয়সে মায়ের সঙ্গে বাবার কাছে পাড়ি জমান ইতালির আনকোনা শহরে। সেখানেই বেড়ে ওঠা মেধাবী শিক্ষার্থী তাসিনার। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আনকোনা শহরে ব্যাপক পরিচিতি লাভও করেন। গত কয়েক বছর থেকে তার কর্মকাণ্ড নিয়ে ইতালিয়ান মিডিয়া বেশ প্রচার করে আসছে। অতি অল্প সময়ে বাবার পরিচিতি ও নিজ পরিচিতিকে কাজে লাগিয়ে ইতালির মূলধারার রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেন। তিনি ইতালিতে পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে বায়োলোজি সাইন্স পড়াশুনা করে গ্রাজুয়েশন করেন। এছাড়াও তিনি স্থানীয় আইনি সহায়ক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের দুবাসী হিসেবে এবং ইতালিয়ান প্রশাসনের সাথে কাজ করেছে যাচ্ছেন। তিনি ইতালিয়ান ভাষার জন্য অনলাইন ভাষা শিক্ষা কোর্স চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *