ইতালিতে বাংলাদেশ একাডেমি শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্য বই বিতরন

ইতালিতে বাংলাদেশ একাডেমি শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্য বই বিতরন

আন্তর্জাতিক

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির ভেনিস শহরে বসবাসরত বাংলাদেশী বাংলা শিক্ষা গ্রহনকারী কোমলমতি শিশুদের বাংলা পাঠ্য বই বিতরন করা হয়েছে। বাংলাদেশ একাডেমি ভেনিস এর বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এই বই বিতরণ করা হয়। ভেনিসের মারঘেরা গির্জা হলে আয়োজিত এই বই বিতরন অনুষ্ঠানে, বাংলাদেশ একাডেমি ভেনিস এর প্রধান উদ্যোক্তা ড. সৌর দাশগুপ্তের সভাপতিত্বে এবং উদ্যোক্তা আজাদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর শ্রম কনসাল সাব্বির আহমেদ, মারঘেরা পৌরসভার প্রেসিডেন্ট তেয়োদরো মোরেল্লো, চিতা মারঘেরা গির্জার পুরোহিত দোনান দিনো, প্রবাসী কল্যান পরিষদ ইতালির সাধারন সম্পাদক মনোয়ার ক্লার্ক, বিশিষ্ট ব্যবসায়ী শাইখ আহমেদ, বাংলাদেশ এসোসিয়েশন ভেনিস ইতালির সহ সভাপতি মোহাম্মদ আলম, মুক্তির আলো এসোসিয়েশনের উদ্যোক্তা হাসনা হেনা মমতাজ ডালিয়া, ভেনিস কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বগণের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান এবং দাদন খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ করা হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *