ডেস্ক রিপোর্ট ঃ
টঙ্গীরের তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
তারা হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার মালমালিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন খান (৭০), চট্টগ্রাম জেলার রাউজান সদর থানার আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক (৭০), রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হাবি (৭০)।
এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার বিকেলে সিলেটের নুরুল হক (৬৩), গাজীপুরের আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং ঢাকার মুন্সিগঞ্জের আক্কাস আলী (৫০) নামে আরও তিনজন মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
ময়দানে মরদেহের হেফাজতকারী মাওলানা মুহাম্মদ শাক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নামাজিদের লাশ উদ্ধার, গোসল ও কাফন পরিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।