ইজতেমায় অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে ১৪ মামলা ও জরিমানা

জেলা

 

গাজীপুর প্রতিনিধি :

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত ১৫টি অভিযান পরিচালনা করেছেন। এসব অভিযানে ১৪ মামলায় ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ইজতেমা মাঠের আশপাশে এসব অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, বেশি দামে খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে সাত অভিযানে সাত জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে আল মদিনা হোটেলকে আট হাজার, হোটেল বাগেরহাটকে পাঁচ হাজার, আল্লাহর দান হোটেলকে পাঁচ হাজার, হোটেল কাতারকে তিন হাজার, হোটেল হেভেনকে তিন হাজার, বগুড়ার দইকে ১০ হাজার ও একটি কম্বলের দোকানকে তিন হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এ সময় প্রায় ৩০ কেজি বাসি খাবার ও দই বিনষ্ট করে সতর্ক করা হয়েছে। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট পর্যন্ত আশপাশের এলাকায় দোকানে অভিযান পরিচালনা করে তিন জনকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খাবার ও অন্যান্য পণ্যের দাম বেশি রাখায় তাদেরকে জরিমানা করা হয়। বোর্ডবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় চার জনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য ইজতেমা এলাকার অন্যান্য হোটেল মালিক, খাবার ও ফল বিক্রেতাদেরকে সচেতন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *