ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, মৃতের সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক

ইন্টারন্যাশনাল ডেস্ক ঃ

ইউক্রেনের রাজধানী কিইভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত এবং ১৫ শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। বুধবার (১৮ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কি এবং তার উপমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেট সহ মারা গেছেন। কিন্ডারগার্টেনের খুব কাছে আগুন লাগে। পরে ভবন থেকে শিশু ও কর্মচারীদের সরিয়ে নেওয়া হয়।

দেশটির জাতীয় পুলিশের প্রধান ইগর ক্লিমেনকো বলেছেন, এ পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিসকিও রয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *