নিজস্ব প্রতিনিধি:
বলিউডের র্যাপ গান খ্যাত জনপ্রিয় গায়ক বাদশা। আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। তার গান শুনে নাচে নি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু নিজের গানের তালে নাচতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন বলেই গুঞ্জন শোনা যাচ্ছিলো নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, গান গাইতে হঠাৎ মঞ্চ থেকে পড়ে গেলেন বাদশা। তার পরনে ছিলো কালো হুডি, কালো হাফপ্যান্ট আর চোখে ছিলো কালো চশমা। বাদশার পড়ে যাওয়া এই ভিডিও দেখে কেউ কেউ হেসে মজা নিচ্ছেন তো কেউ আবার দুঃখ প্রকশ করছে।
এবার এই ভিডিও নিয়ে মুখ খুললেন বাদশা নিজেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বাদশা জানান, ভাইরাল হওয়া ভিডিওটি মোটেই তার নয়। টুইট বার্তায় তিনি বলেন, ‘এটা আমি নই, তবে এই ব্যক্তি যেই হোন না কেন, আমি আশা করি উনি সুস্থ রয়েছেন’।
বাদশার জবাব শুনে স্বস্তিতে তার ভক্তরা। যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন তারা। জানা যায়, পাঞ্জাবি গায়ক এলি মনগত ওই পারফরম্যান্সের সময় মঞ্চ থেকে পড়ে যান। তার চেহারা এবং স্টাইল বাদশার সঙ্গে মিল রয়েছে, তাই ভুলবশত নেটদুনিয়ায় বাদশার নামেই ভাইরাল হয় ওই ভিডিও।
২০০৬ সালে হানি সিং এর সঙ্গে ‘মাফিয়া মুন্ডের’ নামে একটি ব্যান্ড খুলে ক্যারিয়ার শুরু করেছিলেন বাদশা। পরে নিজেদের মধ্যে অশান্তির কারনে ২০০৯ সালে ব্যান্ডটি ভেঙ্গে যায়। পরবর্তীতে নতুন ব্যান্ড খোলেন তিনি। বাদশা এই পর্যন্ত অনেক হিট গান উপহার দিয়েছেন তার শ্রোতাদের। তাঁর হিট গানের তালিতায় আছে কাপুর অ্যান্ড সনস ছবির- কর গয়ি চুল। খুবসুরত, হাম্পটি শর্মা কি দুলহানিয়া, এবিসিডি ২, অল ইজ ওযেল, সনম রে, বদ্রীনাথ কি দুলহানিয়া, সুলতান, দাবাং ২, গুড নিউজ-সহ বহু ছবির সঙ্গে কাজ করছেন বাদশা। এছাড়া, একাধিক হিট সিঙ্গেল আছে তাঁর। তাঁর প্রথম সিঙ্গেল গান ছিলো ডি জে ওয়ালে বাবু।