আসন্ন নির্বাচনে আন্দোলন জোরদারের আহ্বান খালেদা জিয়ার- মান্না

আসন্ন নির্বাচনে আন্দোলন জোরদারের আহ্বান খালেদা জিয়ার- মান্না

জাতীয় রাজনীতি

 

নিজস্ব প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না। সোমবার (৮ মে) রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় প্রবেশ করে রাত ১০টার দিকে তিনি চলে যান।
মান্না বলেন, তিনি বিএনপি চেয়ারপারসনের শারীরিক খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।

বৈঠক শেষে ফিরোজা থেকে বেরিয়ে মান্না বলেন, খালেদা জিয়াকে দেখে সুস্থ মনে হয়নি।

চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাকে বলেন, চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার। কিন্তু তা দেওয়া হচ্ছে না। যার কারণে পুরোপুরি সুস্থ হতে পারছেন না তিনি।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কি কথা হলো? এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, তত্ত্বাবধায়ক সরকার না হলে বেগম জিয়া এই আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন বয়কট করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র বর্জনের আহ্বান জানান।

মান্না বলেন, আমরা আন্দোলনের কথা বলেছি। সবাইকে নিয়ে আন্দোলন জোরদার করতে বলা হয়েছে। সরকার ষড়যন্ত্র করে নেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে; এক্ষেত্রে সতর্ক থাকুন; সতর্ক হোন; সরকারের কোনো ফাঁদে পা না দিয়ে আন্দোলন জোরদার করতে হবে। বেগম খালেদা জিয়া বলেন, আন্দোলনের বিকল্প নেই। বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে ইঙ্গিত দেন তিনি।

বেগম জিয়া রাজনীতি নিয়ে চিন্তিত উল্লেখ করে মান্না বলেন, ম্যাডাম রাজনীতিতে সক্রিয় নন, কিন্তু তিনি দেশের রাজনীতি নিয়ে চিন্তিত। দেশ অন্ধকারে পরিণত হয়েছে। দেশকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার আহ্বান জানান তিনি।

মান্না বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিপাকে পড়েছেন বেগম খালেদা জিয়া। তিনি নিজেও ব্যক্তিগতভাবে কিছু করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। আমাকে বলেছেন, দেখুন আমি কতদিন ধরে বাড়িতে জেলখানার মত বন্দি, হাসপাতালে থাকতে হয়েছে আমাকে।

এর আগে ২০২০ সালের মে মাসে মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *