নিজস্ব প্রতিনিধি:
হলিউডের বহুল আলোচিত ছবি ‘মিশন: ইম্পসিবল’। বিশ্বকে কাঁপানো এই ফ্র্যাঞ্চাইজির সিনেমাকে ঘিরে আগ্রহের কমতি নেই। এই সিনেমার প্রতিটি সিরিজ মুক্তির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সম্প্রতি, ‘মিশন: ইম্পসিবল- ডেড রেকনিং পার্ট ওয়ান’-এর ট্রেলার প্রকাশের পরে নেট দুনিয়ায় এখনও আলোড়ন তুলতে বাকি নেই। এমনকি আগের সব সিরিজের রেকর্ড ভাঙার অপেক্ষায় রয়েছে টম ক্রুজ অভিনীত নতুন সিরিজ।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ আগের সব আয়ের রেকর্ড ভেঙে দিতে চলেছে। ২০১৮ সালে, ‘মিশন: ইম্পসিবল ফলআউট’ সপ্তাহান্তে ছয় কোটি ১২ লাখ ডলার আয় করেছে। এর পরেই আছে ২০০০ সালের ‘মিশন : ইম্পসিবল টু’, পাঁচ কোটি ৭৮ লাখ ডলার।
জানা গেছে, নতুন ছবির মাধ্যমে আবারও পর্দায় এজেন্ট ইথান হান্টের ভূমিকায় অভিনয় করছেন ‘মিশন: ইম্পসিবল’-এর নায়ক টম ক্রুজ। ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই মুভিতে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রাহেমস, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন।