নিজস্ব প্রতিনিধি:
হেফাজত ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শুক্রবার (৫ মে) এক বিবৃতিতে বলেছেন, আজ ঐতিহাসিক ৫ মে। আমরা আমাদের শহীদদের কখনো ভুলব না। আমরা নির্যাতিতদের কথা ভুলব না। গত দশ বছর ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানিতে ভোগা মজলুমদের কথা ও গ্রেফতারকৃতদের কষ্টের কথা ।
তিনি বলেন, ৫ মে সংঘটিত হত্যা-নির্যাতনের বিচারের দাবি বহাল আছে এবং থাকবে। আমরা সর্বদা তাদের জন্য আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে দোয়া করব।
তিনি বলেন, আমি আল্লাহর কাছে বিচার চাইব এবং বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমের উপর যে অপরাধ সংঘটিত হচ্ছে তার ইহলৌকিক ফায়সালার দাবি করবো।