মাধবপুর প্রতিনিধি:
শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে হবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধ মনের ভেতর ধারণ করতে হবে। শিক্ষার দ্বারাই আলোকিত সমাজ গড়া সম্ভব। আলোকিত সমাজ গড়তে শিক্ষার বিকল্প নেই। আজ সকালে হবিগঞ্জের মাধবপুর মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের ২০২৩ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট আলহাজ¦ মোঃ মাহবুব আলী। এমপিহবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জাহির উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আহ্সান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহান বিন কুতুব, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, ক্রীড়া সংস্থার সম্পাদক সুকোমল রায়, প্রফেসর নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিক্ষার্থী উর্মি পাল প্রমুখ।
