নিজস্ব প্রতিনিধি:
একের পর এক মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ হচ্ছে জনপ্রিয় হলিউড সিনেমা ‘বার্বি’। এবার উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আলজেরিয়া সিনেমাটিকে নৈতিক অবক্ষয়ের অভিযোগ এনে নিষিদ্ধ করেছে। দেশটির সাংস্কৃতিক মন্ত্রণালয় থিয়েটার মালিকদের অবিলম্বে ব্লকবাস্টার সিনেমাটি সরিয়ে নিতে বলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, সিনেমাটি সমকামিতার প্রচার করেছে। যা আলজেরিয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এর আগে কুয়েত ও লেবাননে ছবিটি নিষিদ্ধ করা হয়েছিল। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, জনসাধারণের নৈতিকতা ও সামাজিক ঐতিহ্য রক্ষার জন্য সরকার ‘বার্বি’ সিনেমাটি নিষিদ্ধ করেছে।
লেবাননের সংস্কৃতিমন্ত্রী সিনেমাটির বিরুদ্ধে ‘সমকামিতা’ প্রচারের অভিযোগ করেছেন। এ অভিযোগে তিনি তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানান।
তবে সৌদি আরবসহ এ অঞ্চলের বিভিন্ন রক্ষণশীল দেশে ব্লকবাস্টার সিনেমা দেখানো হচ্ছে। সেখানকার দর্শকরা পুরোপুরি বিমোহিত হয়েছিলেন। উন্মাদনায় ভাসছে তারা। “বার্বি” গত ২১শে জুলাই মুক্তি পায়। গ্রেটা গারউইগ-পরিচালিত সিনেমাটি মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দেয়।