আর্জেন্টিনার ক্লাবে তপু ও কিরনকে প্রস্তাব

খেলাধুলা

ডেস্ক রিপোর্ট ঃ

আর্জেন্টিনার ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার। জাতীয় দলে খেলা-ধুলা ডিফেন্ডার তপু বর্মন এবং অন্যজন হলো তরুণ ফুটবলার কিরণ। এই দুজনকে আর্জেন্টিনার ৩য় বিভাগের ক্লাব সোল ডে মায়ো থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি হলো তৃতীয় বিভাগের টরেনো ফেডারেল লিগ।

এটি আঞ্চলিক লিগের খেলা হিসাবে আঞ্চলিক পর্যায়ে খেলা হবে। একটি এজেন্টের দ্বারা যোগাযোগ করা হয়েছিল সেই মাধ্যমটি বাংলাদেশের দুই ফুটবলারের ব্যাপারে ইনভাইট এনেছে। মার্চ হতে নভেম্বর পর্যন্ত খেলা। অথচ এই দুই ফুটবলার সম্প্রতি বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ। এজন্য তারা যেতে পারবে কি না, তা নিয়েও রয়েছে শংঙ্কা। বর্তমান লিগের খেলা চলছে। এরপর এএফসি কাপের খেলা-ধুলা বিদ্যমান কিংসের। এই পরিস্থিতিতে কিংস তাদের ফুটবলারদের ছাড়তে পারবে কি না, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে।

৯০ দশকের আগে জার্মানি থেকে ইনভাইট এসেছিল শেখ মো. আসলামের জন্য। দ্বিতীয় বিভাগে ১টি ক্লাবে খেলার আমন্ত্রণ এসেছিল বাফুফেতে। কিন্তু সেবার এটি নিয়ে লুকোচুরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *