নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন। সোমবার (১৭ এপ্রিল) নিজ সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে চতুর্থ ধাপে এসব মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।
এসব নতুন মসজিদের পাশাপাশি প্রধানমন্ত্রী এ পর্যন্ত সারাদেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ২০০টি মসজিদ উদ্বোধন করেছেন।
এর আগে তিনি ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মসজিদ, চলতি বছরের ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে আরও ৫০টি মসজিদ এবং ১৬ মার্চ তৃতীয় ধাপে আরও ৫০টি মসজিদ উদ্বোধন করেন।
বাকি মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নির্মাণ কাজ ২০২৪ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান ও মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।