আরো বাড়তে পারে জ্বালানি তেলের দাম!

আরো বাড়তে পারে জ্বালানি তেলের দাম!

অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি:
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) পূর্বাভাস দিয়েছে যে ওপেক প্লাস জ্বালানি সরবরাহ চলতি বছরের বাকি দিনগুলিতে আরও সংকুচিত হতে পারে। বিপরীত দিকে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ছে। ফলে জ্বালানি তেলের দাম আরও কয়েকবার বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) সদস্য দেশ এবং তাদের তেল-উৎপাদনকারী মিত্ররা সম্মিলিতভাবে ওপেক প্লাস নামে পরিচিত। দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তে উৎপাদন কমানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধির কারণে জ্বালানির দামের ওপর চাপ পড়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক বাজারের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি ৮৮ ডলার ছাড়িয়ে গেছে, যা জানুয়ারির পর সর্বোচ্চ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, ওপেক প্লাস দেশগুলো তাদের উৎপাদন বর্তমান মাত্রায় রাখলে, তৃতীয় প্রান্তিকে তেল শোধনাগারগুলো প্রতিদিন ২.২ মিলিয়ন ব্যারেল উত্তোলন করবে। চতুর্থ ত্রৈমাসিকে প্রতিদিন ১.২ মিলিয়ন ব্যারেল উত্তোলন করা যেতে পারে। সেখানে মূল্য আরো বাড়ার আশঙ্কা তো থাকছেই।

প্রতিষ্ঠানটির মতে, ওপেক প্লাসের সরবরাহকে আরো সংকোচনের ঘটনা অন্যান্য অর্থনৈতিক অনুঘটকের পাশাপাশি ভূমিকা রাখবে, সেই সঙ্গে চাহিদা বৃদ্ধি তো রয়েছেই।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে,জুলাইয়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ প্রতিদিন ৯ লাখ ১০ হাজার ব্যারেল কম ছিল। এর মধ্যে সৌদি আরব স্বেচ্ছায় আরো বেশি সরবরাহ কমানোর নির্দেশনা দিয়েছে। কিন্তু রাশিয়ার জ্বালানি তেল রপ্তানি জুলাইয়ে প্রতিদিন ৭৩ লাখ ব্যারেলে স্থির ছিল। তবে আগামী বছর চাহিদা কমে প্রতিদিন ১০ লাখ ব্যারেল হতে পারে। মহামারী পরবর্তী সময়ে বড় আকারের অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন এবং বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির দিকে মানুষের স্থানান্তর একটি প্রধান ভূমিকা পালন করতে পারে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা গ্রীষ্মকালীন পর্যটন বৃদ্ধি, বিদ্যুৎ প্রকল্পের জ্বালানি চাহিদা এবং চীনে পেট্রোকেমিক্যালের চাহিদা বিবেচনা করে ২০২৩ সালে চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *