নিজস্ব প্রতিনিধি:
দেশের সরকারি হাসপাতালের সক্ষমতা এবং জনগণের চিকিৎসা সেবার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সরকার ইনস্টিটিউশনাল প্র্যাকটিস (প্রাইভেট প্র্যাকটিস) কার্যক্রম চালু করেছে। সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার জন্য এই বিশেষ সেবার পরিধি বাড়াতে আগামী সপ্তাহে আরও ১০০টি হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।
মঙ্গলবার (২ মে) সচিবালয়ে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্য খাতকে মনিটরিংয়ের আওতায় আনার কথা জানিয়ে তিনি বলেন, এর আগে দেশের স্বাস্থ্য খাতে নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের পদ্ধতিগতভাবে প্রশিক্ষিত করা হয়নি। তাদের প্রশিক্ষণকে সুশৃঙ্খলভাবে আনার কাজ শুরু হয়েছে। এছাড়া প্রতিবছর সম্মেলন আয়োজন করা হবে। ডিসি ও পুলিশ সুপারের সম্মেলন যেভাবে অনুষ্ঠিত হয়, সেভাবে প্রতিবছর চিকিৎসকদের জন্যও সম্মেলনের আয়োজন করা হবে।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তরসহ সারাদেশে বিভিন্ন পরিচালকসহ প্রায় ৭০০ কর্মকর্তা রয়েছেন। সবাইকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে। আশা করি তিনি আমাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, গত ৩০ মার্চ দেশের সরকারি হাসপাতালে রোগীদের জরুরি স্বাস্থ্যসেবার নিশ্চয়তার অংশ হিসেবে প্রাথমিক অবস্থায় ঢাকা বিভাগের ১০টি জেলা, চট্টগ্রাম বিভাগের আটটি জেলা, ময়মনসিংহ বিভাগের চারটি জেলা, খুলনা বিভাগের চারটি জেলা, রাজশাহী বিভাগের তিন জেলা, রংপুর বিভাগের পাঁচ জেলা, বরিশাল বিভাগের তিন জেলা ছাড়াও সিলেট ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় প্রাতিষ্ঠানিক অনুশীলন কার্যক্রম শুরু হয়।