আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করতে আহ্বান জানিয়েছেন কিম জং উন

আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করতে আহ্বান জানিয়েছেন কিম জং উন

আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি:

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশটির বিজ্ঞানীদের পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও শক্তিশালী অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপের আগমনকে সামনে রেখে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এই আহ্বান জানান। এর আগেও বেশ কয়েকবার তিনি অস্ত্র উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে যে কিম তার পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের সাথে একটি ব্রিফিংয়ে বলেছেন যে উত্তর কোরিয়াকে যে কোনও সময় এবং যে কোনও জায়গায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত থাকতে হবে।

কিম জং উন আরও বলেন, বর্তমান সামর্থ্য নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয়। পারমাণবিক শক্তিকে ক্রমাগত সমৃদ্ধ করতে হবে।

এদিকে, সোমবার (২৭ মার্চ) উত্তর কোরিয়া আবারও দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। সিউল এবং ওয়াশিংটন পাঁচ বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে দেশটি। উত্তর কোরিয়া বরাবরই এই অঞ্চলে সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। কিম জং উন প্রশাসনও একে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসন বলে অভিহিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *