নিজস্ব প্রতিনিধি:
দেশের বাইরে কলকাতায় ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় তিনি আরও একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন।সিনেমার নাম ‘মেঘলা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে মিথিলাকে।
‘মেঘলা’ নামের ছবিটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরই মধ্যে ছবিটিতে মিথিলার চরিত্রের একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে।
মেঘলার চরিত্র সম্পর্কে মিথিলা বলেন, ‘আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে আমার বিভিন্ন সম্প্রদায়ের নারীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একই সঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত। যখন একজন নারীর মধ্যে সেই শক্তি জাগ্রত হয়, তখন সমস্ত নেতিবাচক অশুভ শক্তি হার মেনে যায়। এমনই একজন যোদ্ধা মহিলার নাম মেঘলা। ‘মেঘলা’ একজন সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তার একটি উজ্জ্বল উদাহরণ। আর এই ধরনের সিনেমা শুধু বিনোদনই নয়। আমাদের সমাজে চলচ্চিত্রের ভূমিকার প্রতিফলন।’
মিথিলা জানান, মেঘলার চরিত্রটি চ্যালেঞ্জিং হলেও এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি গর্বিত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি, অর্ন মুখার্জি, বিশ্বরূপ ব্যানার্জি, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। অর্ণবের ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ইতিমধ্যে মেঘলা সিনেমার শুটিং শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।