নিজস্ব প্রতিনিধি:
পিএসজি ছেড়ে সাবেক ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেয়ার গুঞ্জন প্রায়ই শোনা যেত ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের নামে। তবে সম্প্রতি গুঞ্জন ছিল নেইমারের সৌদি ক্লাবে যোগদানের বিষয়টি। এবার গুঞ্জনকে সত্যি করেই দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
এর আগে ফরাসি ক্লাব পিএসজিতে ছিলেন নেইমার। ৩১ বছর বয়সি ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার কথা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানায় সৌদি প্রো লিগের দলটি। আর ক্লাবের পক্ষ থেকে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে নেইমার বলেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালি।’
নেইমার বলেন, ‘আমি ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু আমি সবসময়ই সারা বিশ্বের খেলোয়াড় হতে চেয়েছি এবং নতুন চ্যালেঞ্জ ও নতুন জায়গায় সুযোগের মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। আমি ফুটবলে নতুন একটি ইতিহাস লিখতে চাই। এই মুহূর্তে সৌদি পেশাদার লিগ দারুণভাবে খেলোয়াড়দের আকর্ষণ করছে।’
তিনি আরও বলেন, ‘আল-হিলাল অনেক বড় একটি ক্লাব, এখানকার সমর্থকরাও চমৎকার। এটা এশিয়ার সেরা ক্লাব। আর এটাই সঠিক সময় আমাকে সঠিক ক্লাব বেছে নিতে সহায়তা করেছে। আমি জিততে ও গোল করতে ভালবাসি। আর এটাই আমি সৌদি আরবের আল-হিলালেও করে যেতে চাই।’
চুক্তির মেয়াদ বা স্থানান্তর ফি নিয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। তবে জানা গেছে, নেইমারকে নিতে পিএসজিতে ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিচ্ছেন আল হিলাল। আর দুই মৌসুমে ৩২০ মিলিয়ন ইউরো বেতন পাবেন নেইমার।
এখানেই শেষ নয়। বেতনের সঙ্গে দারুণ কিছু সুবিধা পাবেন নেইমার। যার মধ্যে রয়েছে একটি প্রাইভেট প্লেন, বান্ধবী ব্রুনো বিয়ানকার্ডির সাথে থাকা, কর্মচারীসহ একটি বিশাল বাড়ি, আল হিলালের জন্য প্রতি জয়ের জন্য অতিরিক্ত ৮০,০০০ ইউরোর অতিরিক্ত বোনাস, সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতিটিতে ৫ লাখ ইউরো করে উপহার।